
সিলেট সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সীমান্তে এ পর্যন্ত এটি ধরা পড়া সবচেয়ে বড় চোরাচালান বলে জানা গেছে।
বুধবার (১২ মার্চ) ভোরে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের একাধিক টিম গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, জিরা ও মাল্টাসহ অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। যার মোট মূল্য ১২ কোটি টাকা।
পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।
ডালিম/এমবি