Logo

সারাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৩

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:১২

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৩

ছবি : বাংলাদেশের খবর

ভোলার মনপুরা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য রাজনৈতিক সফরে মনপুরায় আসেন। 

তার সফরের সময় এলাকার যুবদলের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন। আহতদের মধ্যে ৩ জনকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকরা মিছিল বের করলে ওই মিছিলের মধ্যে আপ্পান হাওলাদারের সাথে নাজিম উদ্দিন আলম সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরপরই নয়ন গ্রুপের সমর্থকরা হামলা চালিয়ে আলম গ্রুপের ৩ জনকে গুরুতর আহত করেন। হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং হাজিরহাট বাজারসহ হাসপাতালে দুই দফা সংঘর্ষ হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, পুলিশ ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই এখনও লিখিত অভিযোগ করেনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী জানান, বিএনপির সাবেক সম্পাদক মান্নান হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়। সাবেক এমপি নাজিম উদ্দিন আলম যতবার মনপুরায় রাজনৈতিক সফরে এসেছেন ততবার তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছেন। তারা সত্যিকারার্থে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

এম ফাহিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর