কুমিল্লা সীমান্তে ভারতীয় ‘কিং কোবরা বাজি’ জব্দ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৫:২৩
-67d15282a6be2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে এক কোটি উনিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকার অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি (আতশবাজি) জব্দ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়।
জানা যায়, অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) এলাকা থেকে অবৈধ ভারতীয় ৫,৯৭,৮০০ পিস কিং কোবরা বাজি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক কোটি উনিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ‘ঈদকে সামনে রেখে দেশে অবৈধ অনেক মালামাল প্রবেশ করছে। আমরা সে বিষয়ে নজর রাখছি। তারই অভিযানের ধারাবাহিকতায় এক কোটি উনিশ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার কিং কোবরা বাজি আমরা উদ্ধার করতে সক্ষম হই। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা দেওয়া হবে।’
সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই