ত্রাণ উপদেষ্টার সংবাদ সম্মেলন বর্জন করলেন সাংবাদিকেরা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৬:৩০
-67d16242c8ad3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) কুড়িগ্রামে তার সফর ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করার পর কুড়িগ্রামের মূল ধারার সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেছেন।
বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রামে সফর করেন ফারুক ই আজম, তবে জেলার সাংবাদিকদের এই সফরের ব্যাপারে কোনো পূর্ববর্তী অবহিতকরণ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের ব্যাপারে জেলা প্রশাসন সংবাদমাধ্যমকে অবহিত না করে সাংবাদিকদের উপেক্ষা করেছে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা।
কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘টি একদিকে জেলা প্রশাসনের অসহযোগিতার ঘটনা, অন্যদিকে আমাদের কাজ করার ক্ষেত্রে একটি বড় বাধা।’
টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক ইউনুস আলী জানান, ‘জেলা প্রশাসন থেকে সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু জানানো না হওয়ায় তারা বর্জন করেছেন এবং এমন পরিস্থিতি গণমাধ্যমের প্রতি অমর্যাদার পরিচায়ক।’
কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য আশরাফুল হক রুবেল বলেন, ‘আমরা নির্ধারিত সময়ের পরেও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারিনি। এছাড়াও, ফেসবুক ভিত্তিক সাংবাদিকদের কারণে আমরা এ সংবাদ বর্জন করি।’
এই বিষয়ে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় জানান, তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবেন এবং কোন ধরনের যোগাযোগের ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখবেন।
ফজলুল ফরাজী/এমআই