
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:১৫
-67d188ed4697f.jpg)
‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন হয়ে উঠেছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। সারা দেশে খুন, ডাকাতি, ছিনতাই ও মব সন্ত্রাস বাড়ছে। অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
বুধবার (১২ মার্চ) গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন অভিযোগ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। তারা বলেন, ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্নবিত্ত ও নারী সমাজ।’
সারাদেশে নারী নির্যাতন, খুন, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদ এবং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
গানাসাস মার্কেটের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেলগেটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
বক্তব্য দেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।
- আতিকুর রহমান/এমজে