স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:২২
-67d18a93b2b0b.jpg)
বান্দরবানের লামায় স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় স্বামীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর মামলার প্রেক্ষিতে বুধবার (১২ মার্চ) বিকালে লামা উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গণধর্ষণের শিকার নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা রুবেল (৩২) তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড রিসোর্ট এ যায়। সেখানে ওই নারীকে চারদিন ধরে আটকে রেখে ছয়জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে আসে এবং চারজনের নাম উল্লেখসহ ২জনকে অজ্ঞাত আসামি করে লামা থানায় একটি ধর্ষণ মামলা করে।
মামলার আসামীরা হলেন- লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা আবুল কাশেম এর ছেলে রুবেল (৩২), তার বন্ধু সাগর (৩০), লামা পৌরসভার মধুঝিরি এলাকার বাসিন্দা দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম বলেন, ‘লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা এগেইন দুইটি রিসোর্টে স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জন মিলে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে লামা থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে ২জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
সোহেল কান্তি নাথ/এমআই