Logo

সারাদেশ

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে অবহিতকরণ সভা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশে অবহিতকরণ সভা

দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী শনিবার (১৫ মার্চ) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন হবে সারাদেশে।

এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত—

লক্ষ্মীপুরে ভিটামিন এ ক্যাপসুল খাবে ৩ লাখ শিশু
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের ৬টি থানায় ৩ লাখ ১ হাজার একশ ৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এই ক্যাম্পেইনে যেন কোনো শিশু বাদ না যায়, সেদিকে নজর দিতে হবে। এজন্য অভিভাবকদের বেশি সচেতন হওয়া প্রয়োজন। 

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় ওরিয়েন্টেশন কর্মশালা
নওগাঁ প্রতিনিধি : আগামী শনিবার নওগাঁয় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল ও লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বুধবার (১২ মার্চ) দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা সিভিল সার্জন জানান, শনিবার নওগাঁয় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ— মোট ৩ লাখ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

নরসিংদীতে পৌনে ৪লাখ শিশু খাবে ভিটামিন ক্যাপসুল
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পৌনে ৪ লাখ শিশুকে খাওয়ানো ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম। বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। 

তিনি জানান, এবার জেলায় ৭টি স্থায়ী ও ১ হাজার ৭৬৪টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

চাঁদপুরে ৩ লাখ ৫৭ হাজার শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ৩ লাখ ৫৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। বুধবার বেলা ১১টায় চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মৃত্যুর ঝুঁকি কমাতে শনিবার (১৫ মার্চ) চাঁদপুরের ৮ উপজেলায় ৩লাখ ৫৭ হাজার ৭৭৯জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ফেনীতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে শিশুরা
ফেনী প্রতিনিধি : ফেনীতে ২ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি। 

তিনি বলেন, আগামী শনিবার সারাদেশের ন্যায় চাঁদপুরেও ২ লাখ ২০ হাজার ৮শ ৯৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর