লালমনিরহাটে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১৯:৫৯

লালমনিরহাটের কালীগঞ্জে লাইসেন্স না থাকায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর। বুধবার (১২ মার্চ) দুপুরে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের মালিকানাধীন এমজেএ ইটভাটাটি এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দলগ্রাম ও শ্রুতিধর এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছিল। এই অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটার চুল্লী ভেঙে ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বিজন চন্দ্র রয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করনে।
রাহেবুল ইসলাম টিটুল/এটিআর