Logo

সারাদেশ

ফেনীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:২৮

ফেনীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১২ মার্চ) এই অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।  

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, ‘ভোক্তা অধিকার রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করে, সে জন্য আমাদের নজরদারি চলবে।’

এম. এমরান পাটোয়ারী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর