Logo

সারাদেশ

‘বিএনপির বাধায়’ কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২০:৩৪

‘বিএনপির বাধায়’ কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত

বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে বঙ্গবীর কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খান এ তথ্য জানান।

গত রোববার ও সোমবার সখীপুর উপজেলার কাকড়াজান ও কালিয়া ইউনিয়নে পূর্বনির্ধারিত ইফতার মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। তবে বিএনপির সখীপুর উপজেলা কমিটির সভাপতি শাজাহান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের দল ইফতার মাহফিলে কোনো বাধা দেয়নি। তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতা নামের একটি সংগঠন বাধা দিয়েছে।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন জানান, বাধার পর রোববার গড়বাড়ী বাজার এবং সোমবার কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে নতুন স্থানে ইফতার মাহফিল আয়োজন করতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, ‘আজ গজারিয়া ইউনিয়নে কেজিকে উচ্চবিদ্যালয় মাঠে ইফতার মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি কর্মীদের বাধার কারণে তা স্থগিত করা হয়।’

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা জানিয়েছেন, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ইফতার মাহফিলের তারিখ ঘোষণা করবেন।

এদিকে, বিএনপির সখীপুর উপজেলা সভাপতি শাজাহান বলেন, ‘কাদের সিদ্দিকী ২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর