টাঙ্গাইলে ১০ টাকায় মিলছে সুবিধাবঞ্চিতদের ইফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:১৬
-67d1a54843b82.jpg)
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০ টাকায় ইফতার বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশু ও যুবদের জন্য ফাউন্ডেশন। বুধবার (১২ মার্চ) বিকেলে টাঙ্গাইল জেলা সদরের ইসলামী পাঠাগারের সামনে এ আয়োজন করা হয়।
এখানে ৭০ টাকার ইফতার সামগ্রী ১০ টাকায় বিক্রি করা হয়। ১০ টাকায় ইফতারে ছিল খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, আলুর চপ, জিলাপী এবং এক বোতল খাবার পানি।
মর্জিনা বেগম নামের একজন বলেন, ‘গরীব হওয়ায় ভালো মন্দ ইফতার করতে পারি না। আজ ১০ টাকায় ইফতার কিনেছি। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।’
একইভাবে ভিক্ষুক আসলাম মিয়া বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী। প্রতিদিন ঠিকমতো ইফতার করা হয় না। এত খাবার ১০ টাকায় কিনে খুব খুশি আমি।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর তারা সুবিধাবঞ্চিত মানুষ ছাড়াও মাদ্রাসা, এতিমখানা, দুর্গম চর এবং বস্তিতে ইফতার আয়োজন করবে। ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজারও দেওয়া হবে।
সংগঠনের সমন্বয়কারী জে আর হৃদয় জানান, ‘রমজান মাস জুড়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা।’
এ উদ্যোগের উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, ‘দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইফতার বিক্রি করছি। আমাদের মূল উদ্দেশ্য হল সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন। আমরা টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন চালিয়ে যাব।’
রেজাউল করিম/এমআই