Logo

সারাদেশ

সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ২১:৪৬

সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. অয়ন (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার (১১ মার্চ) মুন্সিগঞ্জের গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বুধবার (১২ মার্চ) দুপুরে র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত মো. অয়ন সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকার মো. হালিমের ছেলে। র‍্যাব সদস্যরা তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

মামলার এজাহারের বরাতে র‍্যাব জানায়, ভুক্তভোগী নারীর ননদ শারীরিকভাবে অসুস্থ হলে তাকে বন্দরের মদনপুরে দি বারাকাহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অসুস্থ ননদকে দেখতে ভুক্তভোগী তার দেবর কামাল হোসেনকে সাথে নিয়ে ওই হাসপাতালে যান। হাসপাতাল থেকে ফেরার পথে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের সড়কের ফাঁকা স্থানে পৌঁছালে তাদের সিএনজি পথরোধ করে ৮ জন দুর্বৃত্ত। 

পরে তারা ভুক্তভোগী নারী ও তার দেবর কামাল হোসেনকে টেনে-হিঁচড়ে সিএনজি থেকে নামিয়ে দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে কামাল হোসেনকে মারধর করে তার কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও ভুক্তভোগীর ৩ আনা স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।  

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলা করেন।  

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

মো. সজীব হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর