শ্রীনগরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, শ্রীনগর
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:২৮
-67d250e80b9c0.jpg)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে হাঁসাড়া আদর্শ মার্কেটের সামনে মজলুমের কণ্ঠস্বর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, সমাজকর্মী, অভিভাবক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো নৃশংস অপরাধ বন্ধ করতে হলে দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকায় দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে। তাই আইনের কঠোর প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এ মানববন্ধনের আয়োজক মজলুমের কণ্ঠস্বর ফাউন্ডেশন হাঁসাড়া ইউনিয়নের যুবসমাজের স্বেচ্ছাসেবী উদ্যোগে গড়ে ওঠা একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন। সংগঠনটি নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
সংগঠনের এক মুখপাত্র বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, বিচারহীনতার অবসান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছি। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকের এ মানববন্ধন।
মানববন্ধনে বক্তৃতা দেন স্থানীয় সমাজসেবক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা। তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণবিরোধী নানা প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং ‘ধর্ষকের একটাই বিচার—ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন কর্মসূচি প্রাঙ্গণ।
মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ধর্ষণবিরোধী আইন আরও কঠোরভাবে প্রয়োগের দাবি জানানো হয়।
মাসুম/এমবি