Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৫২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও সেনা রিজিয়নের উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এদিন ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, প্রতিবছর রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। তবে এবার সরকারের নির্দেশনায় এবং প্রশাসনের সহায়তায় বাজার স্থিতিশীল রয়েছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হলো খাগড়াছড়ির সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। যাতে তারা এ পবিত্র মাসে ভালোভাবে ইবাদত করতে পারেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

তিনি আরও জানান, খাগড়াছড়ি রিজিয়নের অধীনে থাকা সাতটি জোনে একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

ইফতার ও উপহার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেলের সহধর্মিণী, ব্রিগেড মেজর সাদাত রহমান, জিটুআই মেজর মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ গণমাধ্যমকর্মীরা।

পবিত্র ঈদের আগ মুহূর্তে খাগড়াছড়ি রিজিয়নের এ ধরনের পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।

ছোটন বিশ্বাস/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর