Logo

সারাদেশ

যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:২০

যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ফেনীর দাগনভূঞায় আলোচিত যুবদল নেতা বেলাল হত্যা মামলার প্রধান আসামি শামসুদ্দিনকে (২২) চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার আব্বাস পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামসুদ্দিন দাগনভূঞার প্রতাপপুর গ্রামের শাহ আলমের ছেলে।

নিহত বেলাল হোসেন দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বাসিন্দা। তিনি ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

র‌্যাব-৭ জানায়, গোপন সূত্রে শামসুদ্দিনের অবস্থান নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ১নং আসামি এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

ফেনীর র‌্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শামসুদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞা থানায় হস্তান্তর করা হবে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাতে বেলাল হোসেন ব্যক্তিগত কাজে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী খোরশেদ আলমের সঙ্গে পূর্ববিরোধকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। পরে খোরশেদ আলম, শামসুদ্দিন ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র, লোহার রড, ক্রিকেট স্টাম্প ও লোহার পাইপ দিয়ে বেলালের পথরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দাগনভূঞা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ফেব্রুয়ারি বেলাল মারা যান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দাগনভূঞা থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর