Logo

সারাদেশ

এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে নরসিংদীতে কর্মবিরতি

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৩:৩০

এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে নরসিংদীতে কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছেন নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। 

এদিন বেলা সাড়ে ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা। এ মানববন্ধনে নেতৃত্ব দেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা শাহীন আকন্দ।

এ সময় কর্মকর্তারা বলেন, ২০০৭ সাল থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের মানুষকে নিরবিচ্ছিন্নভাবে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে। তবে হঠাৎ করে সরকারি সিদ্ধান্তে এ সেবাটিকে স্বাধীন কমিশনের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে নতুন কাঠামো তৈরি এবং সরকারি অর্থ ব্যয় হবে, পাশাপাশি সেবার মানও নিম্নমুখী হবে। তাই সরকারের উচিত এ সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সুমন রায়/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর