ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৩:৫৮
-67d290216db94.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই ফায়ার স্টেশনের ম্যানেজার সোহেল রানা জানান, সকালে আরিচাগামী একটি কাভার্ডভ্যান ও ঢাকাগামী একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পর ফায়ার সার্ভিস সদস্যরা কাভার্ডভ্যানের ড্রাইভার ওমর ফারুককে (৫০) গুরুতর অবস্থায় উদ্ধার করে ধামরাই ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহত ওমর ফারুকের বাড়ি ঢাকার গাবতলী এলাকায়। দুর্ঘটনার সময় তিনি কাভার্ডভ্যানের মধ্যে আটকে পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে।
নবীন চৌধুরী/এমবি