গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:৩২
-67d298041516b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামী ১৫ মার্চ গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে একটি আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক। তিনি জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মতো গোপালগঞ্জে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের জন্য ৭টি স্থায়ী কেন্দ্র এবং ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম পরিচালনা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তাদের পাশাপাশি গোপালগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ফোরাম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
পলাশ সিকদার/এমবি