ইসির অধীনে এনআইডি রাখার দাবিতে আলফাডাঙ্গায় মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:৩৮

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়।
দাবি আদায়ের অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনুল-অরা তীন সোফিয়ার নেতৃত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে দুপুর ১টার পরে আবার অফিসের কার্যক্রম শুরু হয়।
এ সময় কর্মকর্তারা বলেন, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিসেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিৎ এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় রেখে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ওএফ