Logo

সারাদেশ

ফরিদপুরে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবি

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৪:৪৪

ফরিদপুরে জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবি

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অধ্যাদেশ ২৫ বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় শহরের কোট চত্বরে জেলা নির্বাচন অফিসের সামনে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন। 

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র যদি অন্যত্র চলে যায়, তবে আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। ১৩ কোটি মানুষের ডাটাবেজ যদি অরক্ষিত হয়ে যায়, তা দেশের জন্য বিপজ্জনক হবে। আমরা অবিলম্বে এনআইডি অন্যত্র নেওয়ার ষড়যন্ত্র বন্ধ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২৫ বাতিলের দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি পূরণ না হয়, তবে আমরা আরো বড় ধরনের কর্মসূচি দেব।

‘জাতীয় পরিচয়পত্র বাঁচান, ভোটার তালিকা রক্ষা করুন, গণতন্ত্র নিশ্চিত করুন’ এ স্লোগানকে সামনে রেখে ব্যানার, ফেস্টুন ও প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধনে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অপূর্ব অসীম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর