ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ

মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৫:১৮

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় এসে মানববন্ধনে যোগ দেন তারা।
এ সময় বক্তারা বলেন, ধর্ষণ একটি অমানবিক অপরাধ, যা মানবাধিকারের পরিপন্থী। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। মাগুরার আসিয়া ধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণগুলো আমাদের শঙ্কিত করেছে। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক।
সাইফুল ইসলাম কবির/এটিআর