বিএনপির নাম ভাঙিয়ে রাস্তা ‘দখল’, সালিশি বৈঠকে সংঘর্ষ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৬:৫৬

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির নাম ব্যবহার করে অবৈধ বালুর ঘাটের রাস্তা দখলের অভিযোগ উঠেছে ‘রিপন ডাক্তার’ নামে এক ওষুধ বিক্রেতার বিরুদ্ধে। এ নিয়ে সালিশি বৈঠকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজার এলাকায় বিএনপি নেতা আব্দুল লতিফ শেখের সঙ্গে রিপন ডাক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রিপন ডাক্তার বালুর ঘাটের রাস্তা দখলের জন্য বিএনপি নেতাদের জমি জবর দখলের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এই বিরোধের জেরে গত ৮ মার্চ বিকেলে ন্যাংড়া বাজারের বাগানবাড়ী এলাকায় সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে রিপন ডাক্তারের লোকজন পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। এতে লতিফ পক্ষের বেশ কয়েকজন আহত হন।
জমির মালিক মর্তুজ ও গফুরসহ কয়েকজন বলেন, ‘বাগানবাড়ী বালুর ঘাটের জমিগুলো আমাদের পৈত্রিক সম্পত্তি। আওয়ামী লীগের দোসর রিপন ডাক্তারের মাত্র কয়েক শতাংশ জমি থাকলেও তিনি বিএনপির নাম ভাঙিয়ে আমাদের জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।’
এ ঘটনায় আহত উপজেলা ছাত্রদলের নেতা সোহাকুর রহমান সোহাগ বলেন, ‘সালিশি বৈঠকের একপর্যায়ে রিপন ডাক্তার ছাত্রলীগের বহিরাগত কর্মীদের নিয়ে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমাদের এক নারীসহ ১০ জন আহত হয়েছেন।’
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে রিপন ডাক্তার বলেন, ‘আমি বিএনপির নাম ভাঙিয়ে কোনো রাস্তা দখল করিনি। আমার পরিচয় জানতে হলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলুন।’
ভূঞাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
- আব্দুল লতিফ তালুকদার/এমজে