Logo

সারাদেশ

নাটোরে সাংবাদিকদের ওপর হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:২২

নাটোরে সাংবাদিকদের ওপর হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের ওপর বরখাস্তকৃত এসপির হামলা এবং সিংড়ায় সমকাল প্রতিনিধিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোর জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি ও অবস্থান পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা সাংবাদিকদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানান। এছাড়ও অবিলম্বে সিংড়ায় গ্রেপ্তারকৃত দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুর রশিদকে নিঃশর্ত মুক্তি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা আসাদুজ্জামান মোল্লাকে বরখাস্ত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার এবং সিংড়া ইউএনও বদলির দাবি জানান। সেই সঙ্গে নাটোর আদালতে কর্তব্যরত গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার দাবি করা হয়।

কর্মসূচিতে নেতারা নারী নির্যাতন মামলার আসামি বরখাস্তকৃত এসপিকে কেন হ্যান্ডকাপ ছাড়া আদালতের জিআরও চেয়ারে বসানো হয়েছিল তার সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের দাবি মেনে না নেয়া হয়, তবে নাটোর জেলাসহ সারাদেশে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

রমজান মাসে তাপদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক সাংবাদিক এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, এনটিভির স্টাফ রিপোর্টার হালিম খান এবং ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।

মেহেদী হাসান তানিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নাটোর বিক্ষোভ সাংবাদিকদের ওপর হামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর