
ছবি : বাংলাদেশের খবর
হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ি সদরে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালিত হয়। অভিযানে খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাছান আহম্মেদ, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, হাইকোর্টের নির্দেশে লাইসেন্সবিহীন এ পাঁচটি ইটভাটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটার কার্যক্রম বন্ধ থাকবে।’
এছাড়াও, খাগড়াছড়ির ৯টি উপজেলায়ও হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা বন্ধ করার কার্যক্রম চলছে বলে প্রশাসন জানায়।
ছোটন বিশ্বাস/এআরএস