Logo

সারাদেশ

টাঙ্গাইলে যমুনা সেনানিবাস ও স্কুলের নাম পরিবর্তন

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৪০

টাঙ্গাইলে যমুনা সেনানিবাস ও স্কুলের নাম পরিবর্তন

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘বঙ্গবন্ধু সেনানিবাস’ ও ‘বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’ এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘যমুনা সেনানিবাস’ এবং ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’।

সোমবার (১০ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডি-১৫ শাখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্যদের নামানুসারে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামগুলো প্রতিরক্ষা উপদেষ্টার সানুগ্রহ অনুমোদনের পরিপ্রেক্ষিতে কার্যকর করা হয়েছে।

এ নাম পরিবর্তন দেশের সামরিক প্রতিষ্ঠানগুলোর নামকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আব্দুল লতিফ তালুকদার/এআরএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর