Logo

সারাদেশ

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১৯:৫০

চাঁদপুরে আড়াই হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাইমচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বারেক খান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকা থেকে বারেক খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি মো. বারেক খান হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের খান বাড়ির লোকমান খানের ছেলে।

এ বিষয়ে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাতভর হাইমচর থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে মাদকসহ বারেক খানকে গ্রেপ্তার করা হয়। বারেক খান মাদক কারবারির তালিকাভুক্ত সদস্য। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে জেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অভিযুক্ত বহু আসামী গ্রেপ্তার হয়েছে। মাদকমুক্ত চাঁদপুর গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আলআমিন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর