চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক বরখাস্ত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৮:৪১
-67d39755be97a.jpg)
কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা শিক্ষা অফিসারের চিঠিতে উল্লেখ করা হয়েছে, টেকনাফ উপজেলার কচুবনিয়া এমপি বদি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া বলেন, ‘প্রধান শিক্ষক আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলার নতুন প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান আরজু বলেন, ‘বরখাস্তের ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং শিগগিরই নতুন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘এর আগেও আলী আকবর সাজ্জাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল, কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এবার অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা নেওয়া হলো। যা শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।’
- ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে