Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের সভাপতি শরীফুল, আবু বক্কর সেক্রেটারি

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:২২

আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলনের সভাপতি শরীফুল, আবু বক্কর সেক্রেটারি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলা সদর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার।

এ সময় উপজেলা শাখার সহসভাপতি মাওলানা বেলায়েত হুসাইন হামিদীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আমিরুল ইসলাম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক, উপজেলা কওমী উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আলমসহ পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মাওলানা ইয়াকুব হাওলাদার। নতুন কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে মাওলানা শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আবু বক্কর সিদ্দিকের নাম ঘোষণা করা হয়। পরে তাদের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব হাওলাদার শপথবাক্য পাঠ করান।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর