তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে নদী রক্ষার দাবি

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৪:২৯
-67d3e8f493640.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘আমাদের নদ-নদীগুলো আমাদের ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে বরগুনার তালতলীতে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে উপজেলা শহরের জেটি ঘাট পায়রা নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা নদীর সাথে সংযুক্ত প্রবহমান খাল ও সুইজগেটগুলো অবৈধ স্থাপনা তৈরি করে দখল ও দূষণের কারণে ধীরে ধীরে মরা খালে পরিণত হয়েছে। বরিশালের ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কয়লা ধোঁয়া, গরম পানি, প্লাস্টিক ও বর্জ্য পায়রা নদীতে ফেলানো হচ্ছে। ফলে নদী দূষণের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উপকূলীয় নদীগুলোর পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। কৃষি ও সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে এবং নদীর লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এতে দ্বিতীয় সুন্দরবন খ্যাত টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নদ-নদী দখলমুক্ত ও দূষণমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আমির, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী-আমতলীর উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাইজ মাঝি, এম মিলন ও মো. মোস্তাফিজ প্রমুখ।
মিজানুর রহমান/এমবি