Logo

সারাদেশ

কুমিল্লায় অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:২০

কুমিল্লায় অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টাস্কফোর্সের অভিযানে একটি কাভার্ডভ্যানসহ তিন কোটি আট লাখ আট হাজার টাকার ভারতীয় অবৈধ আতশবাজি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বুড়িচং উপজেলার কাবিলা নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (১৪ মার্চ) কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযান চলাকালে কাভার্ডভ্যানটির তল্লাশি করা হয়। যেখানে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অবৈধ আতশবাজি। এ সময় অভিযানে উপস্থিত হয়ে টাস্কফোর্স দলের সদস্যরা আতশবাজি আটক করলেও টাস্কফোর্স টের পেয়ে চালক ও হেলপারসহ চোরাকারবারিরা পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি ও র‌্যাবের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর