Logo

সারাদেশ

রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন জাতিসংঘ মহাসচিব

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:৪৭

রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন জাতিসংঘ মহাসচিব

ছবি : বাংলাদেশের খবর

জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৮ তে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজারে অবতরণের পর তিনি সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তিনি লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং পরবর্তীতে আরসিএমসিতে গিয়ে রোহিঙ্গাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারা সম্পর্কে ধারণা নেন।

এ সময় জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা উদ্যোক্তাদের সাথে কথা বলেন এবং তাদের উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে জানতে চান।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন জাতিসংঘের মহাসচিব। তাদের জীবনের দুর্বিষহ পরিস্থিতি, অভাব-অনটন, নির্যাতন ও শিক্ষা লাভের অন্তর্নিহিত চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন গুতেরেস।

ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা শিক্ষার্থীরা জাতিসংঘের মহাসচিবকে জানান, তারা কীভাবে তাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং কোন ধরনের সহায়তা প্রয়োজন। রোহিঙ্গা শিশুদের মধ্যে অনেকেই অস্থায়ী ক্যাম্পে বসবাস করছে, যেখানে বিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল এবং সংকটের মধ্যে রয়েছে।

এদিকে, ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য দেওয়া অর্থ সহায়তা কমে যাওয়ায় বহু স্কুল বন্ধ হয়ে গেছে। শতশত শিক্ষার্থী তাদের অ্যাকাডেমিক জীবনের হুমকির সম্মুখীন। এ পরিস্থিতি মহাসচিবের কাছে তুলে ধরে ক্যাম্পের শিক্ষার্থীরা।

বর্তমানে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে একটি বড় অংশই শিশু শিক্ষার্থী। জাতিসংঘ মহাসচিব গুতেরেস এ সংকটের সমাধানে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর