কক্সবাজারে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কনস্টেবল নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:৫০

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে এলাকায় পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় এক এসআইসহ তিন কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিউটিরত অবস্থায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। এছাড়াও গুরুতর আহত ৪ পলিশ সদস্য হলেন- এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম। মহাসড়কে দুর্ঘটনায় পুলিশ সদস্য হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. মেহেদী হাসান।
তিনি বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন। অপর ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। অপর সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/ওএফ