Logo

সারাদেশ

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৮:০২

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩২ বছর বয়সী অভিযুক্ত রিপন কাজী তারই সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ধর্ষণের শিকার কিশোরীর বাবা শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩ মার্চ কিশোরীটি খেলা করার জন্য রিপন কাজীর বাড়িতে যায়। তখন সেখানে কেউ না থাকায় রিপন কাজী তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার বড় বোনকে খুলে বলে। ভিকটিম জানায়, রিপন কাজী তাকে ভয় দেখিয়ে গলায় ছুরি ধরে ঘটনাটি কাউকে না বলার হুমকি দেয়। এরপর পরিবারটি লোকলজ্জার ভয়ে মেয়েটিকে কুষ্টিয়া নিয়ে চিকিৎসা করায়।

এ বিষয়ে রিপন কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 

তবে তার স্ত্রী শারমিন খাতুন বলেন, আমার স্বামী এমন কোনো ঘটনার সাথে জড়িত নয়। শত্রুতার কারণে এ অভিযোগ করা হচ্ছে। একই কথা বলেন রিপন কাজীর মা রিজিয়া বেগম। তবে ছেলের পলাতক থাকার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, মামলার ভিত্তিতে অভিযুক্ত রিপন কাজীকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর