-67d423d780496.jpg)
চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ খাদিজা আক্তার (৩২) পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত খাদিজা আক্তার ইমাম হোসেন সরদারের স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে— মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩)।
খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামীর ফুফাতো ভাই মাহমুদুল হাসান জীবন।
তিনি জানান, গত ৯ মার্চ সেহরির সময় কোড়ালিয়া এলাকায় গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। আহতদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে খাদিজার অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এ ঘটনায় আহত অন্যরা হলেন- আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), মেজো ছেলের স্ত্রী নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। তারা এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
আলআমিন ভূঁইয়া/এমবি