-67d42b8c6adb4.jpg)
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস একসঙ্গে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর জাতিসংঘ মহাসচিব উখিয়া হয়ে সড়কপথে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
ইফতারের আগে জাতিসংঘ মহাসচিব লার্নিং সেন্টার পরিদর্শন করেন এবং বিভিন্ন সেবামূলক সংস্থার কার্যক্রম ঘুরে দেখেন। তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন।
বিকেলের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্যাম্পে পৌঁছালে তাকে রোহিঙ্গারা উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
মেগা ইফতার ঘিরে রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সকাল ১০টা থেকেই ক্যাম্প-২০ এর ডেমো হিলে হাজার হাজার রোহিঙ্গা জমায়েত হতে থাকেন।
২০ নম্বর ব্লকের রোহিঙ্গা আব্দুর নুর বলেন, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করব। এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আল্লাহ চাইলে সব সম্ভব।
ক্যাম্পের আরেক বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, দেশবিদেশের দুই ভিআইপি নেতা আমাদের মতো রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। এটা যেন স্বপ্নের মতো লাগছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি