Logo

সারাদেশ

দাগনভূঁঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৯:৪২

দাগনভূঁঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

ফেনীর দাগনভূঁঞার রাজাপুর ইউনিয়নের আব্দুল নবী গ্রামের আকু আলী হাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামী ফেনীর উদ্যোগে সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুফতি আব্দুল হান্নান।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫০ কেজির ৪ বস্তা চাল, ৮ লিটার ভোজ্য তেল ও নগদ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে ঘর নির্মাণের জন্য সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা আমির মাওলানা সালা উদ্দিন, ইউনিয়ন আমির মাওলানা আবদুজ জাহেরসহ দলের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর