Logo

সারাদেশ

মৃত দাদির স্বপ্ন বাস্তবায়ন করতে আ.লীগ নেতার নামে থানায় অভিযোগ

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২০:২৮

মৃত দাদির স্বপ্ন বাস্তবায়ন করতে আ.লীগ নেতার নামে থানায় অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে নির্বাচনী প্রচারণায় ছাগল হত্যার অভিযোগ এনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ভুক্তভোগী নান্নু ফকির গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেন এবং চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। 

গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের মার্চ মাসে অনুষ্ঠিত গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগে অংশ নেন জাহিদুল ইসলাম। প্রচারণার সময় তার গাড়িবহর নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার চাঁচকৈড় বাজারপাড়া এলাকার নান্নু ফকিরের একটি গর্ভবতী ছাগল চাপা দিয়ে হত্যা করে। ছাগলটির বাজারমূল্য তখন প্রায় ৩০ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন নান্নু ফকির।

ভুক্তভোগী নান্নু ফকির জানান, ঘটনার পর জাহিদুল ইসলাম ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘ ছয় বছর পার হলেও কোনো ক্ষতিপূরণ পাননি। সম্প্রতি স্বপ্নে তার মৃত দাদি এসে ছাগল হত্যার বিচার চাইতে বলেছেন। তাই তিনি থানায় অভিযোগ করেছেন। 

তিনি আরও অভিযোগ করেন, জাহিদুল ইসলাম আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন এবং মসজিদ-মাদ্রাসায় দান করার প্রতিশ্রুতি দিয়ে পরে তা পরিশোধ করেন না।

পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এমন ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। নান্নু ফকির একবার মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছিল, আমি তাকে বলেছিলাম সাক্ষাতে বসে সমস্যার সমাধান করা যাবে। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দেবো।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, নির্বাচনী গাড়িবহরের চাকার নিচে ছাগল পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসান তানিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর