ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায় : মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ২০:৪৭
-67d441698dd03.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতা মানুষকে কোথাও নিয়ে যায় না। ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তিনি আরও বলেন, হাসিনা সরকার যেভাবে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে, সে ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় ড. মঈন খান বলেন, ইদানীং কিছু মহল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উসকানি দিচ্ছে। ফেসবুক, পত্রপত্রিকা, রেডিও ও টেলিভিশনে মিথ্যা গল্প ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রচারণা দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন পথে প্রবাহিত করে, আল্লাহ তাদের ওপর লানত বর্ষিত করবেন।
ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন ভুঁইয়া সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন, এবং পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।
তারেক পাঠান/এমবি