সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধ নারীকে উদ্ধার করলেন দুই জেলে

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:১৪

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নারীকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে ওই নারীকে উদ্ধার করেন তারা।
উদ্ধারকৃত বৃদ্ধ নারীর নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার। তিনি খুলনার তেরখাদা থানার কাটাংগা গ্রামে বসবাস করেন। তার মানসিক অবস্থা কিছুটা অস্বাভাবিক হওয়ায় তার কাছ থেকে আরও বিস্তারিত তথ্য নেওয়া সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন।
গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ এবং তার সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান। বৃহস্পতিবার বিকালে কাঁকড়া ধরার পর বাড়ি ফেরার পথে বাদুজুলি খালের পাশের একটি গাছের ডালে তারা ওই বৃদ্ধ নারীকে শুয়ে থাকতে দেখেন। অবশেষে তারা তাকে উদ্ধার করে নিজেদের বাড়িতে নিয়ে যান।
গাবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, দুই জেলে আলমগীর খাঁ ও রহমান গাজী বৃদ্ধ নারীকে গাছের ডালে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতটি তাদের বাড়িতে কাটানোর পর সকালে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। বর্তমানে ওই নারী ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, ‘এমন একটি ঘটনা আমাদের জানা হয়েছে। কীভাবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে চলে গিয়েছিলেন, তা জানতে পারলে ভালো হতো। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।’
- এমজে