Logo

সারাদেশ

চাচাতো ভাইদের অত্যাচারে বাড়ি ছাড়া মোফাজ্জলের পরিবার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৯:৪৪

চাচাতো ভাইদের অত্যাচারে বাড়ি ছাড়া মোফাজ্জলের পরিবার

কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল গ্রামের মোফাজ্জল হোসাইন ও তার পরিবার গত কয়েকদিন ধরে চাচাতো ভাইদের অত্যাচারে বাড়িছাড়া হয়ে আছেন। জমি সংক্রান্ত বিরোধ এবং একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মোফাজ্জল হোসাইন ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় ১১ মার্চ কিশোরগঞ্জ সদর থানায় চাচাতো ভাই মো. নূরু মিয়া (৪০) ও মো. সবুজ মিয়া (৫০)-এর বিরুদ্ধে মারধর ও অত্যাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, নূরু মিয়া গাগলাইল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে এবং সবুজ মিয়া মৃত আ. মজিদের পুত্র।

এর আগে ৯ মার্চ মোফাজ্জল হোসাইনের স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। বড়ই গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ হামলা হয়। এ ঘটনায় চাচাতো ভাইদের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছিল।

কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা অভিযোগে মোফাজ্জল হোসাইন জানান, গত ১১ মার্চ সন্ধ্যায় তিনি বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তার চাচাতো ভাইসহ ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির সহযোগিতায় তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। 

মোফাজ্জল দাবি করেন, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে, তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে এবং তার পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনতাই করে। পরে তারা তার ঘরে প্রবেশ করে এবং মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। এ ছাড়াও তার স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

হামলার পর মোফাজ্জল হোসাইন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

মোফাজ্জল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাইদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ৯ মার্চ তার স্ত্রীর ওপর হামলা করার পর তিনি চাচাতো ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। যার ফলস্বরূপ তারা ক্ষিপ্ত হয়ে ১১ মার্চ তার ওপর হামলা চালিয়ে তার পরিবারকে বাড়িছাড়া করে।

কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অভিযোগটি এখনো আমার কাছে পৌঁছায়নি। তবে অভিযোগ পেলে আমরা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

  • আব্দুর রউফ ভূইয়া/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর