বগুড়ায় ৪ মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১০:১৮
-67d4ff8338150.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের সক্রিয় ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনাতলা থানার আগুনিয়াতার এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ ওরফে মিঠু (৪৫), বাঁশবাড়িয়া এলাকার আশরাফ আলীর ছেলে এরশাদ আলী (৩৪), গাইবান্ধার সাঘাটা থানার ফলিয়াদিঘোর এলাকার আব্দুল ওয়ারেছের ছেলে উজ্জল হোসেন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়া বগুড়া সদর থানার হুকমাপুর এলাকার মৃত ফারাজ মুন্সীর ছেলে জাহিদুল ইসলাম (৩০), সোনাতলা থানার দক্ষিণ আটঘরিয়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে ভেল ইসলাম (২৫) ও খাবলিয়া এলাকার বাবলু মন্ডলের ছেলে শামীম আহমেদকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাইবান্ধার সাঘাটা থানার মথর পাড়া বটতলা এলাকায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৩ ফেব্রুয়ারি বগুড়া সদর থানাধীন ঠেঙ্গামারা এলাকার আতিকুর রহমানের বাড়ির গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। পরে এ ঘটনায় আতিকুর থানায় মামলা দায়ের করেন। পরে ১৩ মার্চ রাতে অভিযোগের প্রেক্ষিতে বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া মোটরসাইকেলসহ আরও ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা চুরি, মোটরসাইকেল চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলার তদন্ত চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুয়েল/এমবি