Logo

সারাদেশ

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু, নিখোঁজ ১

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:০৫

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু, নিখোঁজ ১

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে নরসিংদীর পলাশে ঘুরতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. মিহাদ ইসলাম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন তার বন্ধু আসাদ (১৭)।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ডাঙ্গা চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মিহাদ ইসলাম ঢাকার মিরপুর ১১ এর পলাশ নগর (পল্লবী) এলাকার শাহজাহান বেপারীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ঢাকার মিরপুর থেকে এসে চার বন্ধু মিলে নরসিংদীর পলাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। এ সময় মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যান। তাদের আর খোঁজ না পেয়ে অপর দুই বন্ধু স্থানীয়দের মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী বলেন, তাদের কেউই সাঁতার জানতো না। দুজন গভীর পানিতে চলে যাওয়ায় পানিতে ডুবে যায়। একঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে কিশোর মিহাদের মরদেহ উদ্ধার করা হয়। অপর কিশোর আসাদের কোনো সন্ধান না পেয়ে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান করা হবে।

পলাশ থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে আসা চার বন্ধুই ঢাকা থেকে ঘুরতে এসেছিলেন। সাঁতার না জানার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তারেক পাঠান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর