ফেনীতে ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০
-67d51779e3568.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’-এ স্লোগানে ফেনীতে দুই লাখ ২০ হাজার ৮শ ৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আহসান, ফেনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহেদা হোসেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক দিদারুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা ইপিআই সুপার কাজল কান্তি পাল প্রমুখ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার ১ হাজার ১২৩টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।
এমরান পাটোয়ারী/এমবি