-67d5318c0e6c4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত থেকে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক।
এর আগে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৯৮৫/৩ এস এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহলদল সীমান্তে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে সন্দেহ হলে টহল দল তাদের আটক করতে ধাওয়া করে। তবে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে দিয়ে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা মূল্যের অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক জানান, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি বিওপি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
ফজলুল করিম ফারাজী/এমবি