জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৪:৩৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ছররা গুলিতে একজন নিহত ও কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নিজ বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করা হয়।
একই দিনে ইফতারের কয়েক ঘণ্টা আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। নিহত ব্যক্তি হলেন হাবিবুল হুদা চৌধুরী (৬৫), যিনি কালু নামে পরিচিত। তিনি মরহুম শামসুল হুদা চৌধুরীর পুত্র এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ জেড এম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার শ্যালক ও মামাতো ভাই। নিহতের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গং ও একই এলাকার লিটন গং-এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের জেরে সংঘর্ষের সময় কালুর চাচাতো ভাই লিটনের স্ত্রী আহত হন। রাতে কালুকে তার নিজ বাড়িতে গুলি করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে