Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৬:৪৪

আলফাডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

‘টেকসই জীবনধারায় একটি ন্যায়সঙ্গত রূপান্তর’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপজেলা শাখার আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (১৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা সদরের কালিবাবু রোডে অবস্থিত ক্যাবের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে ক্যাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার।

উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মিয়া রাকিবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এম এম মহিউদ্দিন আহমেদ ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ক্যাবের সহসভাপতি ফারুক মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, কাজী জসিমউদদীন কাকুল, অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক হাদী বেলায়েত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাওন সর্দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকারের পাশাপাশি সমাজের সচেতন মহলসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তা ছাড়া সাংবাদিক ভাইদেরকেও সজাগ দৃষ্টি রেখে সঠিক তথ্য উপাত্ত উপস্থাপন করে প্রচারের মাধ্যমে জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারিতে আনতে হবে, তাহলেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথ পালনের সুযোগ সৃষ্টি হবে।

রাকিব/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর