গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারাল শিশু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১৭:১০
-(27)-675ed83fae5f1-67d560220fabb.jpg)
গাজীপুরের শ্রীপুরে তীব্র গরমে বন্ধুদের সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ১৩ বছর বয়সী তারেক রহমান নামের এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তারেক রহমান মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের জহিরুল হকের ছেলে এবং স্থানীয় খুরশেদিয়া মারকাজুল উলুম মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, তারেক সাঁতার জানতো না এবং বন্ধুদের অগচরে পুকুরের গভীরে চলে গিয়ে ডুবে যায়। তার বন্ধুরা বিষয়টি জানালে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে, তবে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে গাজীপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে।