কাংশা নদীতে ছাত্রদল নেতাদের অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০০:১৮
-67d5c459b2418.jpg)
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাংশা নদীতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তিনদিন ধরে চলমান এই কর্মকাণ্ড সম্পর্কে উপজেলা প্রশাসন এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ছাত্রদল নেতা যুবায়ের ও তার সহযোগীরা জোরপূর্বক কৃষক রবিউল ইসলামের আবাদি জমির উপর দিয়ে গভীর রাতে ট্রলিতে করে মাটি নিয়ে যাচ্ছে, যার ফলে ফসলের ক্ষতি হচ্ছে।
এ প্রসঙ্গে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় বলেন, ‘কী করবে, পোলাপানের তো পকেট খরচ লাগে। তাই নদীর মাটি কাটছে, কাটুক।’
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম সোহাগ বলেন, ‘মাটি কাটার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে একই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ নিলে এই ধরনের অনিয়ম বন্ধ হবে।
এমএইচএস