-67d62d36e5caf.jpg)
বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সুজন (২৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়।
পরে রাত ৯টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত সুজন জিয়ানগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। শুক্রবার দুপুরে পাশের বাসার চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে সুজন আত্মগোপনে চলে যান।
এসআই হামিদুল ইসলাম আরও জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে এলাকায় দেখতে পেয়ে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
জেআই জুয়েল/এমবি