Logo

সারাদেশ

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:৫১

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে সাদুল্লাপুর শহরের কাঁচামাল আড়তের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সহযোগিতায় গাইবান্ধা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহারিয়া খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করে। তাকে সদর থানায় নেওয়া হয়েছে।

আতিকুর রহমান/এমবি   

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর